কেমন চলছে প্রেম চোর
আনন্দ সিনেমা হলে ব্যবস্থাপক এম শামসুদ্দিন জানান, শুক্রবার, শনিবার মোটামুটি দর্শক টেনেছে ‘প্রেম চোর’। রবিবার দুপুরের শোতে কিছুটা কম।
মধুমিতা সিনেমা হলের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রেম চোর’ প্রথমদিনে ভালো ছিল। দ্বিতিয়দিনেও মোটামুটি চলেছে।
‘প্রেম চোর’ ছবির নায়ক শান্ত খান নিজেও সিনেমা হলে গিয়ে দর্শকদের সাথে ছবিটি উপভোগ করেছেন। দর্শক সাড়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, মধুমিতায় প্রথমদিন দর্শকদের সঙ্গে বসে ‘প্রেম চোর’ উপভোগ করেছি।
# Collected
No comments